আমুদরিয়া নিউজ: ভারতে আয়োজিত এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান ও ওমান। দুই দেশেরই দাবি, নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারতে খেলতে আসতে চায়নি তারা। তাই এই দুই দেশকে বাদ দিয়েই বুধবার ঘোষিত হয়েছে এশিয়া কাপ হকির সূচি। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ কুমার তিরকে জানিয়েছেন, পাকিস্তানের পরিবর্তে খেলবে বাংলাদেশ। অন্যদিকে ওমানের পরিবর্ত হিসাবে এশিয়া কাপে সুযোগ পেয়েছে কাজাখস্তান। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দু’টি পুলে ভাগ করা হয়েছে আটটি দলকে। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে খেলবে ১৮ সদস্যের ভারতীয় দল। চিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।