আমুদরিয়া নিউজ: অবশেষে পুরোপুরি করমুক্ত হওয়ার পথে জীবন ও স্বাস্থ্যবিমা। বিমাকে করমুক্ত করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বিমা সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর কনভেনর সম্রাট চৌধুরী। বর্তমানে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের উপরে ১৮ শতাংশ জিএসটি বসে। দীর্ঘদিন ধরেই প্রিমিয়ামের উপর থেকে এই জিএসটি তুলে নেওয়ার দাবি জানাচ্ছে বিরোধীরা। তাদের বক্তব্য ছিল, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি বিমাক্ষেত্রকে সংকুচিত করছে। এবার কেন্দ্রের তরফেও স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নেওয়া বা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হল। মন্ত্রিসভার তরফে ইতিমধ্যেই জিএসটি কাউন্সিলের কাছে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন রাজ্যের অর্থ মন্ত্রীদের মতামতও থাকবে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, “সরকারের তরফে ব্যক্তিগত ও পরিবার পলিসির প্রিমিয়ামে জিএসটিতে ছাড় দিতে বলা হয়েছে। মন্ত্রিসভার সকল সদস্যরাই জিএসটির হার কমানোয় সম্মতি দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলই নেবে।”
