আমুদরিয়া নিউজ: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার মাঝরাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্য বিজেপির নেত্রীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন অগ্নিমিত্রা। জানা গিয়েছে গতকাল একাধিক কর্মসূচি নিয়ে আসানসোলে ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ বোধ করায় সেই কর্মসূচি কাটছাঁট করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় রাতের দিকে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সূত্রে খবর, বিজেপি বিধায়কের অবস্থা বর্তমানে স্থিতিশীল। বর্তমানে চিকিৎসাধীন থাকার কারণে অগ্নিমিত্রার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
