আমুদরিয়া নিউজ: ভারতকে তেল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিল রাশিয়া। এবার থেকে ভারত রাশিয়ার থেকে তেল কিনলে ৫ শতাংশ ছাড় পাবে। ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইভজিনি গ্রিভা বুধবার এই ঘোষণা করেন। তিনি বলেন, ‘রাশিয়ান অপরিশোধিত তেল কেনায় প্রায় ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটা অবশ্যই আলোচনার উপর নির্ভর করবে। ছাড়ের অঙ্ক ব্যবসায়ীদের মধ্যে আলোচনার বিষয়, তবে সাধারণত প্লাস-মাইনাস ৫ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করে।’ এদিকে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতের ব্য়বসায়ীরা যখন বিপুল ক্ষতির আশঙ্কা করছেন, সেই সময়ই ভারতের জন্য দেশের বাজার খুলে দিল রাশিয়া। মস্কো জানিয়েছে, আমেরিকার বাজারে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে রাশিয়ার বাজারে পণ্য পাঠাতে পারে ভারত।
