আমুদরিয়া নিউজ: ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে প্রথম বার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এফসি। এদিন ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন আনোয়ার আলি। ডায়মন্ড হারবারের হয়ে দুটি গোল করেন জবি জাস্টিন এবং মিখেল কোর্তাজার। প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মিকেল কোর্তাজ়ারের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। তবে বেশি ক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৬৭ মিনিটেই লাল-হলুদকে সমতায় ফেরান আনোয়ার। তবে তাতেও লাভ হল না। ৮৩ মিনিটে ডায়মন্ড হারবারকে আবার এগিয়ে দেন জবি জাস্টিন। এই গোল আর শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।