আমুদরিয়া নিউজ: লাগাতার ভারী বৃষ্টিতে মুম্বইয়ে জলমগ্ন বিভিন্ন এলাকা। বাদ যায়নি অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতীক্ষা’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। জুহুতে অবস্থিত বাংলোটিতে ঢুকে পড়েছে বৃষ্টির জল। এক হাঁটু সমান জল ওই বাংলোর সামনের রাস্তাতেও। ‘শোলে’ ছবির সাফল্যের পর ১৯৭৬ সালে অমিতাভ বচ্চন মুম্বইয়ে তাঁর প্রথম সম্পত্তি হিসেবে এই বাড়িটি কিনেছিলেন। ২০২৩ সালে বাড়িটি তিনি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন-কে উপহার দিয়েছেন। ‘প্রতীক্ষা’ বাড়িটি বচ্চন পরিবারের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই শ্বেতা এবং অভিষেক বচ্চন-এর জন্ম হয়েছিল। বাড়িটির নামকরণ করেছিলেন তাঁর বাবা, বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন। বর্তমান সময়ে এই বাংলোটির আনুমানিক দাম হতে পারে প্রায় ৫০ কোটি টাকা।