আমুদরিয়া নিউজ: খুব শীঘ্রই লাদাখের গালওয়ান উপত্যকা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এমনটাই জানিয়েছেন লাদাখের উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) কবিন্দর গুপ্ত। তিনি বলেন, “পর্যটনের বিকাশের জন্য সিয়াচেন এবং গলওয়ানকে সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে পর্যটকেরা লাদাখের সীমান্তবর্তী অঞ্চলের অতুলনীয় প্রাকৃতিক শোভা দেখতে পারবেন। পাশাপাশি (জওয়ানদের) সাহস ও ত্যাগের ভাবনাকেও কাছে থেকে অনুভব করার এক অনন্য সুযোগ পাবেন।” ২০২০ সালে গলওয়ান উপত্যকায় চিনা ফৌজ়ের সঙ্গে সংঘর্ষ হয়েছিল ভারতীয় সেনার। তার পর থেকে দীর্ঘদিন ধরে কূটনৈতিক শীতলতা চলে দু’দেশের মধ্যে। এ বার সেই গলওয়ান উপত্যকাকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে। সিয়াচেনকে বলা হয় বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, যেখানে বহু বছর ধরে ভারতীয় সেনারা ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়ায় দেশের সীমান্ত রক্ষা করছেন। অন্যদিকে, গালওয়ান উপত্যকা ২০২০ সালে ভারত-চীন সংঘর্ষের কারণে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে আসে।
