আমুদরিয়া নিউজ: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর খেতাব জিতলেন রাজস্থানের মনিকা বিশ্বকর্মা। সোমবার রাজস্থানের জয়পুরে বসেছিল চলতি বছরের মিস ইউনিভার্স ইন্ডিয়া-এর গ্র্যান্ড ফিনালের আসর। আর সেখানেই ৪৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে মনিকা বিশ্বকর্মা বিজয়ী হন, ফার্স্ট রানার আপ হন উত্তরপ্রদেশের তানিয়া শর্মা, সেকেন্ড রানার আপ হন হরিয়ানার মেহক ধিংড়া। ২০২৪ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়া সিং মনিকার মাথায় বিজয়ীর মুকুটটি পরিয়ে দেন। এই বছরের শেষের দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। আর সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মনিকা।
