আমুদরিয়া নিউজ: আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া বিলে সই করার পরই আনুষ্ঠানিকভাবে তা আইনে পরিণত হয়। উল্লেখ্য, গত ২৩ জুলাই, লোকসভায় প্রথম বিলটি পেশ করা হয়। পরে ১১ আগস্ট তা লোকসভায় পাশ হয়। ঘণ্টা দুয়েকের আলোচনার পর রাজ্যসভাতেও বিলটি পাশ হয়। অবশেষে তা আইনে পরিণত হল। ক্রীড়া আইনে ভারতীয় ক্রীড়া পরিকাঠামোয় অসংখ্য গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে। সেখানে যেমন অ্যাথলিটদের ভোটাধিকার বাধ্যতামূলক করা হচ্ছে, তেমনই আরও বেশি করে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মহিলাদের। ক্রীড়া সম্পর্কিত মামলার নিষ্পত্তি করতে গঠন করা হচ্ছে অ্যাপিলেট স্পোর্টস ট্রাইবুনাল। লোকসভায় পাস হওয়ার পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন, স্বাধীনতার পর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার।