আমুদরিয়া নিউজ: বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় আগাম জামিন পেলেন কেষ্ট। ১ হাজার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল অনুব্রতের বিরুদ্ধে। ওই ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিস পাঠায়। বার দুয়েক হাজিরা এড়ানোর পর বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। প্রায় তিন মাস পর, আজ বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান কেষ্ট। তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। এ প্রসঙ্গে, কেষ্টর আইনজীবী নুপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালত আজ আমার মক্কেলের জামিন মঞ্জুর করেছে। কোর্ট কোনও শর্ত দেয়নি। আসলে উনি তো অসুস্থ-তারপর বয়স্ক। সেই শর্তেই জামিন পেয়েছে।”
