আমুদরিয়া নিউজ: গত ১৪ই অগস্ট মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। আর মুক্তির পর থেকেই বিভিন্ন সিনেমাহলে ঝোড়ো ব্যাটিং করছে ‘দেশু’ জুটির ছবি। শহর থেকে মফস্বঃল,সিনেমাহল কিংবা মাল্টিপ্লেক্স ধূমকেতুর নামের আগে ঝুলছে হাউসফুল বোর্ড। প্রযোজনা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিন বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা ও মাত্র তিন দিনেই সাত কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’। শুধু তাই নয় একইসঙ্গে ৩৫০টি সিনেমাহলে এই ছবির শো হাউসফুল। ছবির এমন সাফল্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে রোববার সকালেই একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
