আমুদরিয়া নিউজ: বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় অবশেষে আদালতের দ্বারস্থ হলেন কেষ্ট। সোমবার সকালে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনেরও আবেদন জানান তিনি। গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল অনুব্রতের বিরুদ্ধে। ওই ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিস পাঠায়। বার দুয়েক হাজিরা এড়ানোর পর বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। প্রায় তিন মাস পর, আজ বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল। এখন আদালতের রায় কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে।
