আমুদরিয়া নিউজ: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করল এনডিএ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হচ্ছেন। উপরাষ্ট্রপতি প্রার্থী বাছতে রবিবার বিজেপির সংসদীয় বৈঠক বসেছিল দিল্লিতে বিজেপির সদর দপ্তরে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং ও অন্যান্য সাংসদরা। বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি নাড্ডা। তিনি বলেন, “প্রার্থী বাছতে দলের সব নেতৃত্বের সঙ্গে আলোচনা ও পরামর্শ চাওয়া হয়। এরপর সকলের অনুমতিতে সিদ্ধান্ত নেওয়া হয় উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী হবেন সিপি রাধাকৃষ্ণণ।” উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ অগস্ট। মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর বাসিন্দা। এর আগে কোয়মবত্তুর থেকে দু’বার সাংসদও হয়েছিলেন তিনি। তামিলনাড়ুতে রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন। প্রায় দেড় বছর ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্বেও ছিলেন তিনি।