আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাসোটি গ্রামে। ইতিমধ্যেই অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ জনকে। দুশো জনেরও বেশি মানুষ নিখোঁজ। এদিন চাসোটি গ্রামে মাছাইল মাতা মন্দিরের সামনে এই মেঘভাঙা বৃষ্টি হয়। তার জেরেই হড়পা বান নেমে আসে। ঘটনায় শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উদ্ধারকাজে জোর দেওয়ার জন্য সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। সূত্রের খবর, কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও দুই। হড়পা বানে বহু ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের ভয়াবহতা এতটাই যে, ত্রাণ, উদ্ধারকাজ শেষ করতে অন্তত দিন ২০ সময় লাগবে।
