আমুদরিয়া নিউজ: নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের এক মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও, তা পিছিয়ে গেল। মামলার শুরুতেই সিবিআইয়ের তরফে ফের একবার সময় চেয়ে আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করে। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আসতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণ দেখিয়ে সিবিআইয়ের তরফে আরও কিছুটা সময় চাওয়া হয় বিচারপতির কাছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ২০২২ সালে প্রথমে ইডির হাতে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়। ইডির পাশাপাশি তদন্তে নামে সিবিআই, এবং তারাও তাঁকে গ্রেফতার করে। এইসব মামলার মধ্যে একটিতে জামিনের আবেদন করেছিলেন তিনি।
