আমুদরিয়া নিউজ: সেপ্টেম্বর মাসের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত নিউ ইউর্কে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক। সেই বৈঠকেই যোগ দিতে আমেরিকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাষ্ট্রপুঞ্জের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। এ ছাড়াও, আরও অনেক দেশের প্রধানেরা সেই সময় সেখানে উপস্থিত থাকবেন। বৈঠকের ফাঁকে অনেক বিশ্ব নেতার সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় কি ট্রাম্পও থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে বছরের শুরুতে মার্কিন সফরে গিয়েছিলেন মোদি। সেই সময় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। বর্তমান শুল্ক যুদ্ধের আবহে মোদি আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে যদি দ্বিপাক্ষিক বৈঠক করেন তাহলে কী দুই দেশের মধ্যে বানিজ্য শুল্ক নিয়ে কোনও রফা সুত্র হবে? সেই প্রশ্নই সব মহলে। যদিও মোদির সফরের বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
