আমুদরিয়া নিউজ: দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা! শোনা যাচ্ছে, আগামী মাসেই শুরু হতে চলেছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। সূত্রের খবর, কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কবে থেকে এই পরিষেবা চালু হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে কম সময়ের নোটিসে যাতে বিমান সংস্থাগুলি উড়ান পরিষেবা শুরু করতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২০২০ সালে কোভিড অতিমারীর সময় ভারত এবং চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। তারপর আর দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হয়নি।
