আমুদরিয়া নিউজ: রবিবারই আমেরিকা থেকে ১০টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। এবার সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে হুমকির সুর পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জ়ারদারির গলায়। সোমবার সে দেশের সিন্ধু প্রদেশে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সিন্ধু জলচুক্তিতে পরিবর্তন আনেন, তাহলে সেটা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার উপর আক্রমণ। সিন্ধুর উপর প্রকল্প নির্মাণ পাকিস্তানে জল সরবরাহ বন্ধের হুঁশিয়ারির সমান।’ বিলাওয়াল আরও বলেছেন, ‘যুদ্ধ বাধলে মোদির মুখোমুখি হওয়ার ক্ষমতা আছে পাক জনতার। আরেকটি যুদ্ধ হলে আমরা ছয়টি নদী পুনরুদ্ধার করব।’ ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় সিন্ধু, ঝিলম এবং চন্দ্রভাগা নদীর জল ব্যবহারের অনুমতি রয়েছে পাকিস্তানের। ভারত ইরাবতী, শতদ্রু ও বিপাশার জল ব্যবহার করতে পারে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত।
