আমুদরিয়া নিউজ: ইসলামাবাদের প্রবল প্রতিপক্ষ বালোচ বিদ্রোহী গোষ্ঠী ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-কে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল আমেরিকা। বিএলএ-র সহযোগী ‘মজিদ ব্রিগেড’কেও জঙ্গি তকমা দেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। পাক সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা সফরে যাওয়ার পরই এই ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। যদিও ২০১৯ সালেই বিএলএ-কে ‘স্পেশ্যাল ডেজ়িগনেটেড গ্লোবাল টেররিস্ট’ তকমা দিয়েছিল আমেরিকা। বহু দশক ধরে পাকিস্তান সরকার ও সেদেশের সেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে বিএলএ। খনিজে সমৃদ্ধ বালুচিস্তানকে নিজের দখলে রাখলেও, সেখানকার মানুষের উপর পাকিস্তান অত্যাচার চালায়, বৈষম্যমূলক আচরণ করে বলে অভিযোগ তাদের। তাই পাকিস্তানের হাত থেকে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চায় তারা।
