আমুদরিয়া নিউজ: ভোটের কাজে অনিয়মের অভিযোগে রাজ্যের চারজন নির্বাচনি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু কাউকেই সাসপেন্ড না করে কৌশলগত ভাবে ২ জনকে ভোটার তালিকা তৈরি বা নির্বাচনী কাজকর্ম থেকে তুলে নিল রাজ্য। সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। কমিশন যে চার অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তাঁরা হলেন, বারুইপুর পূর্ব (১৩৭) বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও সহকারী ইআরও তথাগত মন্ডল। এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এআইআরও সুদীপ্ত দাস। এছাড়াও ফর্ম-৬ প্রসেসিংয়ে যুক্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিত হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার সুপারিশ করেছে কমিশন। কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এদিন জানান, চারজন অফিসার ও একজন ডেটা এন্ট্রি কর্মীর বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি ঠিকই। তবে তাঁদের সাসপেনশন না করেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে নবান্ন। রাজ্যের ব্যাখ্যা হল, কোনও তদন্ত ছাড়া অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অন্যান্যদের উপর প্রভাব পড়তে পারে। চিঠিতে বলা হয়েছে, এআইআরও সুদীপ্ত দাস ও ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
