আমুদরিয়া নিউজ: অবিলম্বে দিল্লি থেকে পথকুকুরদের সরিয়ে কোনও আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হবে। সোমবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এও জানিয়েছে এই কাজের সঙ্গে কোনও আপস করা যাবে না। কোনও সংগঠন এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের প্রথম ৬মাসে ৪৯ জনের জলাতঙ্ক হয়েছে দিল্লিতে। ৩৫ হাজারেরও বেশি মানুষকে কামড়েছে পথকুকুর। এই পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত পদক্ষেপও করে শীর্ষ আদালত। এ দিন সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন এই মামলা শোনেন এবং সমস্ত পথকুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে পথকুকুরদের জন্য আট সপ্তাহের মধ্যে আশ্রয়স্থল-সহ সব পরিকাঠামো তৈরি করে আদালতে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।