আমুদরিয়া নিউজ: গাজায় ইজরায়েলি হামলায় নিহত আল জাজিরার ৫ সাংবাদিক। সংবাদ সংস্থা জানাচ্ছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের মূল দরজার বাইরে সংবাদ কর্মীদের একটি অস্থায়ী তাবু ছিল। সেখানেই হামলা চালায় ইজরায়েল সেনা। ঘটনায় মৃত্যু হয় ৭ জনের। তারমধ্যে ৫ জন তাদের সংস্থায় কর্মররত সাংবাদিক। তাঁরা হলেন, সাংবাদিক আনাস আল শরিফ, মহম্মদ কেরিকেহ। এছাড়া চিত্র সাংবাদিক ইব্রাহিম জহির, মোমেন আলিওয়া ও মহম্মদ নওফাল। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আল জাজ়িরা। কর্তব্যরত সাংবাদিকদের উপর এমন হামলার নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। পশ্চিম এশিয়ার সাংবাদিকতার দুনিয়ায় আনাস পরিচিত এবং জনপ্রিয় ছিলেন। এদিকে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনা। তাঁরা আনাসকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে। দাবি, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুক্ত ছিলেন আনাস। ইজরায়েলের অসামরিক লোকজন ও সেনাদের উপর রকেট হামলার পরিকল্পনা করছিলেন।
