আমুদরিয়া নিউজ: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক। ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে এবার থেকে মহানগর বা শহরাঞ্চলে আইসিআইসিআই গ্রাহকদের ন্যূনতম ৫০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল ১০ হাজার টাকা। মফঃস্বল তথা আধা শহর এলাকার শাখাগুলিতে ন্যূনতম ২৫ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল ৫ হাজার। গ্রামাঞ্চলের শাখাগুলির ক্ষেত্রে আগে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ছিল আড়াই হাজার টাকা। সেটাই এবার হচ্ছে ১০ হাজার। ১ আগস্ট থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে। মাসের শেষে ন্যূনতম এই ব্যালেন্স রাখতে না পারলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে গ্রাহকদের। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা হলেই চলবে। মফস্বলের পুরনো গ্রাহকদের জন্যও ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকাই থাকছে। বেসরকারি ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধির এই সিদ্ধান্ত নজিরবিহীনই। এই সিদ্ধান্ত কতটা লাভ দেয় তাদের, সেটাই দেখার।
