আমুদরিয়া নিউজ: গত মাসেই মুম্বইয়ে ৪ হাজার স্কোয়ার ফুটের বিলাসবহুল শোরুম উদ্বোধন করেছে টেসলা। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম। এর মধ্যেই দ্বিতীয় শোরুম খোলার কথা ঘোষণা করল এলন মাস্কের সংস্থা। সম্প্রতি সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে আগামী ১১ আগস্ট দিল্লিতে তাদের দ্বিতীয় শোরুম খুলতে চলেছে। দিল্লির অ্যারোসিটি অঞ্চলের ওয়ার্ল্ডমার্ক ৩-এ এই নতুন শোরুম চালু হতে চলেছে বলে সূত্রের খবর। টেসলার ভারতের শোরুমে রয়েছে জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’। গাড়িগুলির রং ডার্ক গ্রে। গাড়িতে রয়েছে ভয়েস কমান্ড, ওয়ারলেস চার্জিং, ইন্টারনেট কানেক্টিভিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি। ভারতের বাজারে টেসলার ‘মডেল ওয়াই’-র দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা।
