আমুদরিয়া নিউজ: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পূর্তিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু কর্মসূচি শুরুর পরই পার্কস্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই সময়ই অভিযোগ ওঠে, পুলিশ লাঠিচার্জ করার সময় নির্যাতিতার বাবা-মাকেও মারধর করে। পরে আরজি করের নিহত চিকিৎসকের মা অভিযোগ করেন, ”আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে।” পরবর্তী সময়ে রেসকোর্সে চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তাঁরা। অবস্থানে থাকাকালীনই অসুস্থ বোধ করেন নির্যাতিতার মা। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলে তা দেয়নি তারা। পরে অবস্থানে থাকা অন্য আন্দোলনকারীরা জল জোগাড় করে আনেন। কিন্তু জল খাওয়ানো ও চোখেমুখে জল দেওয়ার পরেও নির্যাতিতার মায়ের অসুস্থতা না-কমায়, তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
