আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত সেই নির্দেশ কেন কার্যকর করা হয়নি, তা নিয়ে নবান্নের বক্তব্য জানতে চাইল নির্বাচন কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এ বিষয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দিতে বলেছে কমিশন। সময় বেঁধে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে আগামী সোমবার (১১ অগস্ট) বিকেল ৩টের মধ্যে রিপোর্ট দিতে হবে। যদিও রাজ্য সরকারের বক্তব্য, কমিশনের এই নির্দেশ মানতে রাজ্য বাধ্য নয়। কমিশনের পাল্টা বক্তব্য, রাজ্য সরকারের যে অফিসাররা ডেপুটেশনে নির্বাচন কমিশনের জন্য কাজ করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার এক্তিয়ার তাদের রয়েছে। এখন দেখার রাজ্য কী পদক্ষেপ নেয়।
