আমুদরিয়া নিউজ: “বাংলার একটা নামও যদি বাদ যায়, তাহলে লক্ষ মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করব।” ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২০১৪-য় বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় টেস্ট, ট্রায়াল চালিয়ে দেখেছে। প্রতিবার হেরেছে। এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষছে। তাই এসআইআর এনেছে যাতে গরিবদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যায়। অভিষেকের বক্তব্য, “এই এসআইআর আসলে স্যার! বিজেপি নেতাদের কথা মতো চলা। কমিশনের একাংশ সেটাই করছে। এই কারচুপি আমরা বরদাস্ত করব না।” এসআইআর ইস্যুতে আগামী ১১ অগাস্ট একত্রিতভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বিরোধীরা।
