আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার রাজ্যের ২৪টি জেলার জন্য ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। যদিও বাকি রয়েছে উত্তর ২৪ পরগনা-সহ পাঁচ জেলা। কমিশন সূত্রে খবর, ওই পাঁচ জেলার ২০০২ সালের ভোটার তালিকাও শুক্রবার রাতের মধ্যেই প্রকাশ করা হয়ে যাবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে বৃহস্পতিবার রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর-প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট সবিস্তারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্যের সিইও দপ্তর। এর পাশাপাশি সিইও দফতর কমিশনকে জানিয়ে দিয়েছে, বাংলা এসআইআর-এর জন্য প্রস্তুত। ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে https://ceowestbengal.nic.in/Roll_ps/30। নির্দিষ্ট URL টাইপ করে নিজের বিধানসভা কেন্দ্রের নাম, বুথের নাম লিখলেই দেখতে পাবেন সেই তালিকায় আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা।
