আমুদরিয়া নিউজ: সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে পায়ে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। এর জন্য কমপক্ষে দু’টো বড় সিরিজ তাঁকে পাবে না ভারত। জানা যাচ্ছে ঋষভ পন্থের পায়ের আঙুলের চোটের জন্য কমপক্ষে ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। অর্থাৎ, সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনি খেলতে পারবেন না। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ, চলবে ২৮ তারিখ পর্যন্ত। তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর থেকে। কিন্তু চোটের দরুন এই দুই প্রতিযোগিতায় পন্থের খেলার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সবকিছু ঠিকঠাক চললে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে পন্থকে।