আমুদরিয়া নিউজ: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে ফের হামলা চালাল দুষ্কৃতীরা। এই নিয়ে এক মাসের ভেতর দ্বিতীয়বার ওই ক্যাফেতে গুলি চলল। জানা গিয়েছে, এদিনে হামলায় দুষ্কৃতীরা ক্যাফেটিকে লক্ষ্য করে কমপক্ষে ২৫ রাউন্ড গুলি চালিয়েছে। হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিঁলো। সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্যাফের কাছে একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালানো হচ্ছে। এদিকে ঘটনা সামনে আসার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে কপিল শর্মার কোনও বিবৃতি সামনে আসেনি। এরআগেও ৯ জুলাই কানাডায় কপিলের ক্যাপস ক্যাফেতে বন্দুকবাজরা তাণ্ডব চালায়। সেই সময় আবার ক্যাফের কর্মচারীরাও ভিতরেই ছিলেন। কোনও হতাহতের ঘটনা সেবারও ঘটেনি। সেই হামলার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি।
