আমুদরিয়া নিউজ: ইংল্যান্ড সিরিজে বেছে বেছে টেস্ট খেলার জন্য জশপ্রীত বুমরাহকে তীব্র আক্রমণ শানালেন ইরফান পাঠান। তাঁর প্রশ্ন, এ ভাবে আর কত দিন বেছে বেছে ম্যাচ খেলবেন তিনি? বুমরাহকে আরও বেশি দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন পাঠান। পাঠানের মতে, বুমরাহ মাঝে মাঝে বল করা থেকে নিজেকে সরিয়ে নেন যা প্রভাব ফেলে দলের উপর। তিনি উল্লেখ করেছেন লর্ডস টেস্টের কথা। পাঠানের কথায়, “ওই ম্যাচে ষষ্ঠ ওভারের কথা মনে করুন। জো রুটকে ও অন্তত ১১ বার আউট করেছে। লর্ডস টেস্টে বুমরাহ মাত্র পাঁচ ওভার বল করল। যদি আরও একটি ওভার বল করত, তাহলে রুটকে আউট করে দিতে পারত। কিন্তু মনে হয়, নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল। তাছাড়া বেছে বেছে খেলা তো আছেই। সেটা তো সবাই দেখতে পাচ্ছেন।” পাঠানের কথায় “একজন সিনিয়র ক্রিকেটারকে সমস্ত ম্যাচ খেলে জেতানোর দায়িত্ব নিতে হয়। কিন্তু মাত্র তিনটে টেস্ট খেলেছে। এরমধ্যে একটিও জিততে পারেনি ভারত।” ইংল্যান্ড সিরিজে লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন বুমরাহ। তিন টেস্ট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৪।