আমুদরিয়া নিউজ: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাহুল এক এক করে অনিয়ম-কারচুপির উদাহরণ দেন। তার অভিযোগ, ক্ষমতায় থাকার জন্য কমিশনের যোগসাজশে ২০২৪ লোকসভা নির্বাচনে ২৫টি আসনে ভোট চুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২৫টি কেন্দ্রেই হারজিতের ব্যবধান ৩৩ হাজারের কম। এর পরই নির্বাচন কমিশনের আধিকারিকদের হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘আপনার যে পদেই থাকুন কেন, সিনিয়র হোন বা জুনিয়র, আপনাদের রেয়াত করা হবে না।’’ বহু আসনে ভোটার তালিকায় কারচুপি যে হয়েছে, তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। এর পরই রাহুল নির্বাচন কমিশনের আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারেন না। গণতন্ত্রকে রক্ষা করাই আপনাদের কাজ।’’ এদিকে রাহুলের এই অভিযোগ একেবারেই ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন। কর্নাটকের মুখ্য নির্বাচন কমিশনার চ্যালেঞ্জের সুরে বলছেন, রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন আজকের মধ্যে কংগ্রেসকে যাবতীয় তথ্যপ্রমাণ কমিশনের হাতে তুলে দিতে হবে।
