আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ধৃত ১৪ ভারতীয় মৎস্যজীবী। গ্রেপ্তার হওয়া ১৪ জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তাঁরা কারপিট্টির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। একই অভিযোগে অন্য ৪ জনের দলটিকে গ্রেপ্তার করা হয় কাচ্চিথিভু দ্বীপের কাছ থেকে। গ্রেপ্তারির পাশাপাশি দুটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেপ্তারির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৮৫ জনেরও বেশি ভারতীয় মৎস্যজীবী এবং ২৫টি ট্রলার আটক করেছে শ্রীলঙ্কা।
