আমুদরিয়া নিউজ: বিহারের খসরা ভোটের তালিকা থেকে কেন ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হল এবং কারাই বা বাদ পড়লেন এসব নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের জবাব তলব করেছে। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) চালাচ্ছে নির্বাচন কমিশন। গত ১ অগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তারা। ওই খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। মামলাকারীর দাবি, কোন ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে, সেই তালিকা দেওয়া হয়নি। এই নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছে একটি সংগঠন। বুধবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে মামলাটি ওঠে। মামলাকারীদের আইনজীবীর প্রশ্ন, বলা হচ্ছে, ৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। এই ৬৫ লক্ষ কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এই সব তথ্য প্রকাশ করা উচিত।” বিচারপতি কান্তও জানান, নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনের। কমিশন জানায়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে সেই তথ্য দেওয়া হয়েছে, তা তারা দেখাতে পারবে। সে কথা শুনে কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেওয়া হয়েছে, তা আদালতে জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি কান্ত। আগামী ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
