আমুদরিয়া নিউজ: ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। তাঁকে বলতে শোনা যায়, এবার সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার কথা বলেন তিনি। ইউনুস বলেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।
