আমুদরিয়া নিউজ: ওভাল টেস্টে অবিশ্বাস্য জয় পেল ভারত। ইংল্যান্ডকে মাত্র ৬ রানে হারিয়ে সিরিজ ড্র করলেন শুভমন গিলেরা। প্রথম ইনিংসে ভারত করেছিল ২২৪ রান। জবাবে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ওঠে ২৪৭। যশস্বী জয়সওয়ালের শতরান ও রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের অর্ধ-শতকে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩৯৬ রান। ইংল্যান্ডের জন্য ৩৭৪ রানের বিরাট লক্ষ্য রাখে ভারত। শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। এদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। এদিনের এই ৪ উইকেটের মধ্যে তিনটি নিলেন সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলিতে গেল ১ উইকেট। প্রথম ইনিংসে চারটি, দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজই। পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে আট উইকেট শিকার করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।