আমুদরিয়া নিউজ: ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। বাংলা কথা বললেই তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে তাঁদের। এমনকী মারধর করা হচ্ছে। এই অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল। প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাষা রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন বাংলা ভাষা রক্ষার দাবিতে তিনি বলেন, “বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।” শুধু প্রসেনজিৎ নন এই বিষয় নিয়ে সরব হয়েছেন বাংলার রকস্টার রূপম ইসলাম এবং প্রবীণ সঙ্গীতশিল্পী কবীর সুমনও।
