আমুদরিয়া নিউজ: দেশের স্বার্থে বিএলও হিসাবে কাজ করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। সোমবার এমনটাই বলল কলকাতা হাইকোর্ট। বিএলও হিসাবে কাজ করতে আপত্তি জানিয়ে প্রাথমিক শিক্ষকদের একাংশ সম্প্রতি হাই কোর্টে মামলা করেছিলেন। তাঁদের দাবি ছিল, কমিশন তাঁদের বুথ স্তরের আধিকারিক বা বিএলও হিসাবে নিয়োগ করছে। তাঁদের এই কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হোক। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল মামলার শুনানি। সেই আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বিচারপতি বলেন, বিএলও-দের কী কাজ করতে হবে, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেয়নি কমিশন। কত ক্ষণ কাজ করতে হবে, সে বিষয়েও কিছু বলা হয়নি। তা হলে মামলাকারী প্রাথমিক শিক্ষকেরা কেন ধরে নিচ্ছেন তাঁদের পূর্ণ সময় কাজ করানো হবে? কী কাজ করতে হবে, তা কমিশন যথাসময়ে নির্দিষ্ট করে দেবে। কিন্তু দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। বিচারপতির সংযোজন, কর্মক্ষেত্রের কাজ শেষ করে অতিরিক্ত সময়ে করতে হবে ভোটের কাজ।
