আমুদরিয়া নিউজ: এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা! জানা গিয়েছে সোমবার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা মুম্বইয়ের পথে উড়ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। বিমান যখন মাঝ-আকাশ তখন কয়েকটি আরশোলা দেখতে পান যাত্রীরা। খবর দেওয়া হয় বিমানকর্মীদের। তড়িঘড়ি ওই দু’জনকে অন্য দুই আসনে বসানোর ব্যবস্থা করা হয়। কলকাতায় নামার পর গোটা বিমানটি পরিষ্কার করা হয়। তার পর নির্ধারিত সময়েই ওই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কী কারণে ওই বিমানে আরশোলা ঢুকল তা খতিয়ে দেখছে তারা। যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থাটি। বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “আমরা দুঃখিত। নিয়মিত স্যানিটাইজেশন এবং ফিউমিগেশনের পরেও কোনওভাবে পোকা ঢুকে পড়তে পারে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।”
