আমুদরিয়া নিউজ: গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। রবিবার সন্ধ্যায় ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গড়বেতার কাছে শিলাই হল্টে থমকে যায়। একটি বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড এবং চালক খবর পাঠান পিয়ারডোবা স্টেশনে। বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় রেলের পুলিশকুকুরকে। উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যান। সেখান থেকে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রায় মিনিট কুড়ি ট্রেন থামিয়ে রাখা হয় সেখানে। তল্লাশি চালানো হয় চতুর্দিকে। খতিয়ে দেখা হয় স্টেশন এবং সংলগ্ন অঞ্চল। পরবর্তীতে গড়বেতা এলাকায় রেললাইনের ধার থেকে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া গিয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে ট্রেনটিকে নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়।
