আমুদরিয়া নিউজ: চিন ভারতীয় ভূখণ্ডের ২০০০ স্কোয়্যার কিলোমিটার দখল করে নিয়েছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধি। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই মানহানি মামলার শুনানি হচ্ছিল শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের বেঞ্চে। সেখানেই শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল বিরোধী দলনেতাকে। রাহুলের উদ্দেশে বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশ্ন, “আপনি কী করে জানলেন যে চিন ভারতের ২০০০ স্কোয়্যার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে?” একই সঙ্গে বিচারপতির সংযোজন, “আপনি যদি প্রকৃত ভারতীয় হতেন, তা হলে এই মন্তব্য করতেন না।” ২০২৩ সালে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল দাবি করেছিলেন যে, সেনার এক প্রাক্তন আধিকারিক তাঁকে জানিয়েছেন, চিন ভারতীয় ভূখণ্ডের ২০০০ স্কোয়্যার কিলোমিটার দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। এই মামলার বিরুদ্ধে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয়। তার পর মানহানির মামলা খারিজ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সোমবার এই মামলাটির শুনানিতে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রাহুল এই বিষয়গুলি সংসদে বলতে পারতেন। কিন্তু তা না-করে তিনি সমাজমাধ্যমে এই বিষয়ে মন্তব্য করেন। এই মামলায় স্থগিতাদেশ দিয়ে মামলাকারী এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত।