আমুদরিয়া নিউজ: মর্নিংওয়াকে বেরিয়ে খোদ সাংসদের গলা থেকে সোনার হার ছিনতাই! রাজধানী দিল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে চাণক্যপুরীতে হাঁটতে বেরিয়েছিলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ সুধা রামাকৃষ্ণন। তাঁর সঙ্গে ছিলেন ডিএমকের এক সাংসদ। পোল্যান্ড দূতাবাসের ঠিক সামনে হেলমেট পরা এক যুবক স্কুটিতে এসে হঠাৎ তাঁর গলার সোনার চেন ছিনিয়ে পালায়। ঘটনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। লিখেছেন, ‘এই জায়গাটি দেশের অন্যতম নিরাপদ এলাকা। এখানে এক মহিলা সাংসদ যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের কী নিরাপত্তা থাকবে?” অবিলম্বে দোষীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।