আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামীকাল সর্বোচ্চ আদালতে এই শুনানি হবে। এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন, ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু ২৭ তারিখ পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে সোমবার এই মামলাটি উঠেছিল। এদিন আদালত প্রশ্ন তোলে, কেন সময়ে টাকা দেওয়া হল না? রাজ্য সরকারের তরফে জানানো হয়, আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়। কিন্তু সময় লাগবে। কারণ, ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে। সুপ্রিম কোর্টের কাছে দু’মাস সময় চান রাজ্যের আইনজীবীরা। তাঁরা জানান, একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি খতিয়ে দেখছে, কত পরিমাণ অর্থ দিতে হবে। রাজ্য সরকারকে এখনই দু’মাস সময় দেওয়ার ব্যাপারে এদিন কোনও নির্দেশ দেয়নি আদালত। তবে বিচারপতিরা জানিয়েছেন, গোটা দেশের কাছে এই মামলার বৃহত্তর তাৎপর্য রয়েছে। তাই মামলাটির সওয়াল জবাব আদালত বিশদে শুনতে চায়।
