আমুদরিয়া নিউজ: ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত ৬৮ জন পরিযায়ী শ্রমিকের। নিখোঁজ ৭৪ জন। জানা গিয়েছে, দক্ষিণ ইয়েমেনি প্রদেশ আবিয়ানের কাছে অ্যাডেন উপসাগরে এই দুর্ঘটনা ঘটে। রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সে দেশের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। সেই সময় নৌকায় ছিলেন ১৫৪ জন। তাঁদের প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা। দুর্ঘটনার পর মাত্র ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অসংখ্য মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ওই অঞ্চলে দেহ উদ্ধারের কাজ এখনও জারি রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছোন। সেখান থেকে অবৈধ উপায়ে জলপথে তাঁরা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন। এই সমুদ্রপথ পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং ব্যস্ত অভিবাসন রুট বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা।
