আমুদরিয়া নিউজ: মা ও মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর পুড়িয়ে ফেলার ঘটনার ৫ বছর পর চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার হলদিয়ার ওই ঘটনায় চার দোষীকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তমলুক আদালত। তমলুকের জেলা ও দায়রা আদালতের বিচারক প্রিয়ব্রত রায় এই সাজা শুনিয়েছেন। জানা গিয়েছে, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ওই খুনের ঘটনা ঘটেছিল। মামলার মূল আসামি হলদিয়ার বাসিন্দা শেখ সাদ্দাম হোসেনের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নিউ ব্যারাকপুরে বাসিন্দা রিয়া ও তাঁর মা রমার। মা ও মেয়েকে হলদিয়ার একটি ভাড়াবাড়িতে নিয়ে এসে রাখে ওই যুবক। সেখানেই ধর্মান্তরের মাধ্যমে মেয়েকে বিয়ে করে সাদ্দাম। কিন্তু মা ও মেয়ের সঙ্গে ‘জটিল’ সম্পর্কে জড়িয়ে পড়ার পর সেখান থেকে বেরোতে চাইছিলেন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যায়, শেখ সাদ্দাম রমা এবং রিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। তার পর শ্বাসরোধ করে মা-মেয়েকে খুন করে সে। এরপর তাঁদের দেহ একটি ইটভাটায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। সেই সময় স্থানীয়রা এসে বাধা দেয়। পুলিশ তদন্তে নেমে একে একে সাদ্দাম ও তার তিন সঙ্গী অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার সাদ্দাম-সহ চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ শনিবার খুন ও তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক।
