আমুদরিয়া নিউজ: বীরভূম এবং কলকাতা উত্তরের পর দার্জিলিং সমতলেও কোর কমিটি তৈরি করল তৃণমূল। শনিবার দার্জিলিং সমতলে মোট ৯ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে গৌতম দেব ও পাপিয়া ঘোষের সঙ্গে রয়েছেন শংকর মালাকারও। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন শংকর মালাকার। আগে তাঁকে দলের রাজ্য সহ সভাপতির পদ দেয় তৃণমূল। এবার কোর কমিটিতেও রাখা হল শংকরকে। এছাড়া কোর কমিটিতে রয়েছেন রঞ্জন সরকার, অরুণ ঘোষ, রোমা রেশমি এক্কা, জ্যোতি তিরকে, মহম্মদ আইনুল হক, শোভা সুব্বা। সঞ্জয় টিব্রেওয়ালকে চেয়ারম্যান করা হয়েছে।
