আমুদরিয়া নিউজ: ‘অপারেশন মহাদেবে’র পর জম্মু ও কাশ্মীরে এবার চলছে ‘অপারেশন অখল’। শুক্রবার রাত থেকে কুলগামের গভীর জঙ্গলে শুরু হয়েছে এই অভিযান। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। শনিবার সকালে সেনার তরফে জানানো হয়েছে, তাদের কাছে খবর ছিল, জঙ্গলে ঘেরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা দিতে বাধ্য হয় সেনাও। তার জেরেই মৃত্যু হয় এক জঙ্গির। তবে এখনও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা, কারণ বেশ কয়েকজন জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর। চলতি সপ্তাহে ‘অপারেশন মহাদেব’ অভিযান চালানো হয়। তাতে পহেলগাঁওয়ে হামলাকারী ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।
