আমুদরিয়া নিউজ: মাসিক বেতন মাত্র ১৫ হাজার টাকা। অথচ ৩০ কোটিরও বেশি সম্পত্তির মালিক! কর্নাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড-এর প্রাক্তন কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বাড়িতে হানা দিয়ে এই বিপুল সম্পত্তির হদিস পেল কর্নাটক লোকায়ুক্ত। যা দেখে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। তদন্তকারীরা জানাচ্ছেন, কর্নাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (কেআরআইডিএল)-এ কাজ করতেন কালকাপ্পা। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার কোপ্পালে ওই কেরানির বাড়িতে তল্লাশি অভিযানে যায় লোকাযুক্ত পুলিশ। সেই অভিযানের সময় তদন্তকারীরা জানতে পারেন, কালকাপ্পার বেশ কয়েকটি জেলায় মোট ২৪টি বাড়ি আছে। তার মধ্যে কয়েকটি আবার বিলাসবহুল বাড়ি। এ ছাড়াও ৪০ একরের মতো কৃষিজমি রয়েছে। এছাড়াও ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা ও ১.৫ কেজি রূপো পাওয়া গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, আরও অনেক সম্পত্তির হদিস মিলতে পারে। শুধু কালকাপ্পাই নন, লোকায়ুক্ত আধিকারিকরা সম্প্রতি বেশ কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে অভিযান চালাচ্ছেন।
