আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশে বেলাইন হয়ে গেল সবরমতী জন সাধারণ এক্সপ্রেস। জানা গিয়েছে, এদিন বিকেলে ট্রেনটি পাঙ্কি স্টেশন থেকে ভাউলপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ কানপুর-টুন্ডলা স্টেশনের মাঝে ট্রেনটির দুটি কামরা আচমকা লাইনচ্যুত হয়ে যায়। এরপরই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সেটি থেমে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, গোটা ট্রেনের সব যাত্রী ও রেলকর্মীরা সুস্থ ও নিরাপদ রয়েছেন। দুর্ঘটনা সত্ত্বেও ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। দুর্ঘটনার পরে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।