আমুদরিয়া নিউজ: ভারতে ব্যবসা করার অনুমতি পেল ইলন মাস্কের স্টারলিঙ্ক। বৃহস্পতিবার কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ভারত আনুষ্ঠানিকভাবে ইলন মাস্কের স্টারলিঙ্ককে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানের লাইসেন্স দিয়েছে। তা ভারতে ক্রমবর্ধমান ডিজিটাল বাজারে মাস্কের ওই কোম্পানির প্রবেশের পথ প্রশস্ত করবে। ১৯৯৫ সালের ৩১ জুলাই ভারতে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন পরিষেবা চালু হয়। এর ৩০তম বার্ষিকী উপলক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের টেলিযোগাযোগ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালেই অনুমোদনের জন্য আবেদন করেছিল স্টারলিঙ্ক। কিন্তু নানা কারণে তা ফলপ্রসূ হয়নি। অবশেষে তাদেরকে ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে। এ বার রিলায়েন্স জিও, ওয়ান ওয়েবের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে মাস্কের সংস্থাকে।
